শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ  
নতুন মাইলফলক স্পর্শকরলেনতামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১ রান করে আউট হন তামিম।আর এ রান করার পথেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ১৩ হাজার রানের রেকর্ডগড়েছেন তামিম। নতুন এ মাইলস্টন ছুঁতে তামিমের প্রয়োজন ছিল মাত্র২৭ রান।
দেশের হয়ে ৬০টি টেস্টে ১১৫টিইনিংস খেলে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪০৫ রান করেছেন তামিম।
ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।
আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল।
৩০ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে ইতিমধ্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪১টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে ১৩হাজার ১৪রান করেছেন।
দেশের হয়ে রান সংগ্রহে তামিমইকবালের ঠিক পরেই রয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়িদের কাছ থেকেফিক্সিংয়ের প্রস্তাবে পেয়ে নিশ্চুপ থাকায় এক বছর নিষিদ্ধ হওয়া সাকিব সংগ্রহ করেছেন ১৪টি সেঞ্চুরিতে ১১ হাজার ৭৫২ রান। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৬০৭ রান করেছেন মুশফিকুর রহিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com