শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
টেস্টে সবচেয়ে অনভিজ্ঞ বাংলাদেশ, ডমিঙ্গো

টেস্টে সবচেয়ে অনভিজ্ঞ বাংলাদেশ, ডমিঙ্গো

স্পোর্টস ডেস্কঃ   
বাংলাদেশ ক্রিকেটের সমর্থক ও সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে বললেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বললেন, সাকিববিহীন বাংলাদেশের এই দল টেস্টে ক্রিকেটে এ মুহূর্তে সবচেয়ে অনভিজ্ঞ দল
সাকিব আল হাসান না থাকায় মুহূর্তেই টেস্ট ক্রিকেটের ১৩ বছরের অভিজ্ঞতা হারিয়ে বসেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহও ফর্মের কারণে দলের বাইরে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ছাড়া টেস্টের অভিজ্ঞ ক্রিকেটার কই বাংলাদেশ দলে! তাই কোচ রাসেল ডমিঙ্গো মুমিনুল হকের বাংলাদেশ দলকে বিশ্বের সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল বলছেন। তাঁর মতে, এ দলের টেস্টে অভিজ্ঞ হতে আরও সময় দরকার। বাংলাদেশের দর্শক, সাংবাদিকদের কাছে সেই সময়টা চাইলেন কোচ। অনুরোধ করলেন ধৈর্য ধরার।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সংবাদ সম্মেলন তখন শেষ হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কোচ রাসেল ও অধিনায়ক মুমিনুল দুজনই প্রশ্ন-উত্তর পর্ব শেষ করেছেন। তখনই কোচ একটু সময় চেয়ে নিলেন কিছু কথা বলার জন্য।
অনেকটা অনুরোধের ভঙ্গিতে সাংবাদিক ও দর্শকদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘যাওয়ার আগে দুই একটি বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ক্রিকেটকে পাগলের মতো ভালোবাসে। দর্শক, সংবাদমাধ্যম, সবকিছুই অবিশ্বাস্য। তবে সবাইকে বুঝতে হবে, এই টেস্ট দলে নাজমুল ৩টি টেস্ট খেলেছে, সাইফ তাঁর দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে। আবু জায়েদ মাত্র ৭টি টেস্ট খেলেছে। এবাদত খেলেছেন ৪টি। দলটা খুবই অনভিজ্ঞ। দলের অধিনায়ক দায়িত্ব নিয়েই ভারত, পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেছে। বিশ্বের অন্যান্য অধিনায়কের হাতে ১০০-১৫০ টেস্ট খেলা টেস্ট বোলার আছে। ব্রড খেলেছে ১৪০, রাবাদা খেলেছে ৫০ টেস্ট, ফিল্যান্ডার খেলেছে ৭০ টেস্ট। মিচেল স্টার্ক খেলেছে ৬০ টেস্ট। আমি বলতে চাচ্ছি, সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে। নির্বাচকদেরও কিছু ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে হবে। আমি যে দলের কোচিং করাচ্ছি, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এটিই সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল। আর আপনারা প্রত্যাশা করছেন, এই দলটি ভারত, পাকিস্তান গিয়ে এক দিনের অনুশীলনেই ওদের সঙ্গে প্রতিযোগিতা করবে। সুতরাং ধৈর্য ধরুন। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। সমর্থক ও সংবাদমাধ্যমের সমর্থন ওদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো আমাদের খেলতে হবে, ওরা এটা জানে। তবে কিছু সময় দরকার, বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতা করতে। সুতরাং ধৈর্য ধরুন। ওরা আপনাদের গর্বিত করবে। কিছু সময় দরকার এই যা।’
সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যেতেই রাসেলকে এক সাংবাদিকদের প্রশ্ন, ‘টেস্টে ২১ বছর হয়ে গেল, এখনো দল অনভিজ্ঞ ।‘ সেই প্রশ্নের জবাবও দিলেন প্রধান কোচ, ‘আমি তো এখন সাকিবকে পাচ্ছি না। রুবেল তো দশ বছর খেলেছে, তাঁকে টেস্টে নেব আমি? এখন যারা আছে ওদের খেলিয়েই অভিজ্ঞ করতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com