শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাংলাদেশ শিরোপা না জিতলেও চ্যাম্পিয়ন ফাহিম

বাংলাদেশ শিরোপা না জিতলেও চ্যাম্পিয়ন ফাহিম

স্পোর্টস ডেস্কঃ  
দুই বছর আগে খেলেছিলেন অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে। দুর্দান্ত খেলে জিতেছিলেন সোনার বুট। এবার অনূর্ধ্ব-১৮ সাফেও সোনার বুট জিতলেন ফয়সাল হোসেন ফাহিম।
নিজেকে চিনিয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফেই। জিতেছিলেন সোনার বুট। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে কাতারের বিপক্ষে বাংলাদেশের জয়ে তাঁর পা থেকে এসেছিল দারুণ এক গোল। স্ট্রাইকার সংকটের এই দেশে নিজেকে দারুণ প্রতিশ্রুতিমান প্রমাণ করেছিলেন তিনি। ফয়সাল হোসেন ফাহিমের প্রতিভায় যে এই দুই বছরে মরচে ধরেনি, সেটি প্রমাণ হয়ে গেল অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে। নিজেকে আবারও মেলে ধরে জিতেছেন সোনার বুট। নিজের কারিশমা দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন বাংলাদেশের ফুটবলে ভবিষ্যতের দারুণ এক ভরসার নাম তিনি।
কাঠমান্ডু ফাহিমকে খালি হাতে ফেরায় না। অনূর্ধ্ব-১৫ সাফে প্রথম সবাই তাঁকে চিনেছিল তো এই কাঠমান্ডুর মাঠেই। সেবার হ্যাটট্রিকসহ ৪ ম্যাচে ৭ গোল করেছিলেন তিনি। এবার অনূর্ধ্ব-১৮ সাফে অবশ্য গোল খুব বেশি নয়। ৪ ম্যাচে ২ গোল করেই বাজিমাত করেছেন তিনি। টুর্নামেন্টে ২ গোল আছে বাংলাদেশের ডিফেন্ডার তানভীর হোসেন ও ভারতের স্ট্রাইকার গুরক্রিত সিংয়েরও । কিন্তু গোল করানোর দক্ষতায় এগিয়ে থাকায় এই দুজনকে পেছনে ফেলে সোনার বুট উঠেছে ফাহিমের হাতে।
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। সে দিনই গোলের খাতা খুলেছিলেন ফাহিম। তাঁর দ্বিতীয় গোলটা সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে। কিন্তু গোলের সংখ্যা দিয়ে বিচার করা যাচ্ছে না এই উঠতি ফরোয়ার্ডকে। দুর্দান্ত গতির সঙ্গে বলের ওপর তাঁর নিয়ন্ত্রণটা চোখে পড়ার মতো। উইং দিয়ে ম্যাচের শুরু থেকেই যে ভাবে ঝড়ের গতিতে আক্রমণে উঠছিলেন, মনে হচ্ছিল যেন ফর্মুলা ওয়ানের গাড়ি চালাচ্ছিলেন! উইংয়ে শুরু করে আস্তে আস্তে সেন্ট্রাল পজিশনে ড্রিফ্ট করা। সঠিক সময় সঠিক জায়গায় থাকা। দূর থেকে পোস্টে শট নেওয়ার সাহস একটু আলাদাভাবেই পরিচয় করিয়ে দেয় ফাহিমকে।
কাতারের বিপক্ষে সেই ম্যাচটির কথা আগেই বলা হয়েছে। সে ম্যাচে তাঁর গোলটা এসেছিল দুর্দান্তভাবেই। প্রতি আক্রমণ থেকে বল ধরে শরীরের ঝটকায় দুই ডিফেন্ডারকে এড়িয়ে বাঁ পায়ে বলটা গোলে ঠেলেছিলেন বক্সের বাইরে থেকেই। সে ম্যাচে বাংলাদেশের প্রথম গোলটির উৎসেও ছিল ফাহিম। তার মাপা কর্নার থেকেই দারুণ হেডে গোল করেছিল দীপক রনি। তবে দোহায় সেদিন গোটা ম্যাচের হিরো ছিলেন তিনিই।
বাংলাদেশের ফুটবলে অনেক প্রতিভার কলিই ফুটেছে। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে ফুল হয়ে ফোটেনি। কিন্তু পেছনে ফিরে না তাকিয়ে ফাহিমকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। কারণ দু্ই বছর ধরে সাইফ স্পোর্টিং ক্লাবের পরিচর্যায় আছেন তিনি। এ ক্লাবের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে ফাহিমের। সেখানে দুই উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের অধীনে ফাহিমের পরিচর্যাটা কিন্তু মন্দ হচ্ছে না।
ফাহিমকে নিয়ে স্বপ্ন দেখাই যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com