শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জ সরকারি কলেজের সকল সমস্যা সমাধান করা হবে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ সরকারি কলেজের সকল সমস্যা সমাধান করা হবে : পরিকল্পনামন্ত্রী

আশিষ রহমান :  বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রত্যেকটি সমস্যা পর্যায়ক্রমে শেষ করা হবে। এখানে বড় দালান বানানো কোনো সমস্যা নয়, এখানে হোস্টেল তৈরি করা কোনো সমস্যা নয়, কলেজের শিক্ষার্থীদের চলাফেরার জন্য বাস অন্তর্ভুক্ত করা কোনো বিষয়ই নয়, এসবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবেনা। এগুলোর ব্যবস্থা আমরাই করতে পারব। বিনিময় হিসেবে কিছুই চাইনা। আমরা চাই তোমরা সত্যিকারের মানুষ হিসেবে, বাঙালি হিসেবে গড়ে উঠো। তোমাদের কাছে এটাই আমাদের একমাত্র চাওয়া।’

শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন।

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ’র সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘সকল প্রকার কূপমন্ডুকতা, সাম্প্রদায়িকতা, বর্ণবাদ এসব পশ্চাৎপদতা থেকে তোমারা মাথা উচুঁ করে দাঁড়াও। তোমারা হবে সকল বিবেচনায় মন খোলা আলোকিত মানুষ।’

তিনি বলেন, ‘আমরা গত ১০ বছরে জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে অকল্পনীয় পরিবর্তন সাধন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, নিরক্ষরতা সিংহভাগ দূর করেছি, বিজ্ঞান পড়ায় নতুন মাত্রা নিয়ে এসেছি।’

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সাব্বির আহমদ প্রমুখ।

সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষার্থী শ্রাবণী রায়। আলোচনা সভার এক পর্যায়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পরে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও নির্মিতব্য কলেজ গেইটের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কলেজের ছাত্রী নিবাস-২ এর উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাসসহ বিভিন্ন প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com