রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
এ বছর বিপিএল ‘না’ হওয়া ইস্যুতে সুর পাল্টালেন অর্থমন্ত্রী

এ বছর বিপিএল ‘না’ হওয়া ইস্যুতে সুর পাল্টালেন অর্থমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ  আগামী ৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। এতদিন এটাই শোনা যাচ্ছিল। কিন্তু এ বছর বিপিএল হবে না বলেই জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর বিপিএল হবে না বলেই জানান তিনি।

বিপিএলের ষষ্ঠ আসর হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেটি পিছিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে করা হয়। আর সপ্তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। এ প্রসঙ্গে তিনি গতকাল বলেছিলেন, ‘বিপিএল আমার তৈরি। বিপিএলের বাইলজ অনুযায়ী এক বছরে দুবার বিপিএল অসম্ভব। সে হিসেবে এবছর বিপিএল হওয়ার কোন সুযোগ নেই।’
কিন্তু এবার সুর পাল্টালেন অর্থমন্ত্রী। এবার তিনি বলেন, ‘বিপিএল হবে না-এ মুহূর্তে এ কথা আমি বলতে পারব না। এটা বিসিবিকেই করতে হবে। আমার বিশ্বাস, আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকলে অবশ্যই বিসিবি বিপিএল আয়োজন করবে। আর বিপিএল করলে আমরা সেখানে থাকব।’
তিনি আরো বলেন, ‘বিপিএল হবে না বলে যে তথ্য দিয়েছিলাম, আমি ক্রিকেট থেকে অনেক দূরে, আমার ভুলভ্রান্তি হতে পারে। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশ নেই। সেখানে বিদেশি প্লেয়ার প্রয়োজন হয়। সেখানে যা যা লাগে তার জন্য আমার একজন বন্ধু আছে, তার কাছে জানতে চেয়েছিলাম, তুমি কতটুকু রেডি? সে আমাকে জানায়, এবার বিপিএল করতে পারবা না। কেন পারব না জানতে চাইলে সে জানায়, এক বছরে দু’টি বিপিএল হয় না, তোমরা একটি করে ফেলেছ। সেটা বিশ্বাস করে ঘটনার ভেতরে না গিয়ে বলেছি, এ বছর বিপিএল হবে না।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘বিসিবির এক ও দুই নম্বর ব্যক্তি দেশে নেই। আমার যিনি প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতেন, তাকে ফোন করে জেনেছি, এ রকম একটা সিদ্ধান্ত আসছিল। সেজন্যই আমার লোক ভেবেছিলেন, এবার বিপিএল করতে দেবে না, সেখানে একটি ভুল বোঝাবুঝি ছিল। রাতেই গণমাধ্যমে ম্যাসেজ দিয়ে বলেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন।’
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই বিপিএল আয়োজন করবে এবং আমাদের আমন্ত্রণ জানাবে অংশগ্রহণ করার জন্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্স সব সময় প্রস্তুত। আমরা চ্যাম্পিয়ন টিম, আমাদের সবার আগে মাঠে নামা দরকার। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই’-যোগ করেন অর্থমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com