শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
এখনো এগিয়ে বাংলাদেশ

এখনো এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ  
৫ উইকেটে ২৭১ রান তুলে প্রথম দিন শেষ করেছে আফগানিস্তান। স্পিন বান্ধব উইকেটে প্রথম দিনের এ স্কোর মামুলি কিছু নয়। বাংলাদেশের কন্ডিশনে শেষ কয়েক টেস্টের রেকর্ড বলছে, প্রথম দিন শেষে আফগানরা এগিয়ে আছে। তবে আজই বাংলাদেশি হিসেবে দ্রুততম উইকেটের সেঞ্চুরি করা তাইজুল ইসলামের দাবি, ম্যাচে এখনো বাংলাদেশই এগিয়ে। আফগানিস্তানের স্পিনারদের খুব একটা আহামরি মনে হচ্ছে না বলেই নিজেদের এগিয়ে রাখছেন তাইজুল।
স্পিন বান্ধব উইকেট বলে দুই দলই চারজন মূল স্পিনার নিয়ে নেমেছে। আজ বাংলাদেশ তো সাত স্পিনারের হাতেই বল তুলে দিয়েছে। এমন পরিস্থিতিতে আফগান স্পিন আক্রমণে রশিদ খান, জহীর খান, মোহাম্মদ নবী ও কায়েস আহমেদের উপস্থিতি ভয় জাগাতে বাধ্য। কিন্তু উইকেট সম্পর্কে নতুন এক তথ্যই দিলেন তাইজুল, ‘আজ উইকেটের যে আচরণ দেখলাম, ওদের স্পিনারদের খেলা কঠিন হবে না। যদি টি-টোয়েন্টি হতো তাহলে হয়তো ওরা সুবিধাজনক অবস্থায় আছে বলতাম। এটা টেস্ট, ওদের বোলারদের ধৈর্য কেমন থাকবে এটাও একটা দেখার বিষয়। ওদের স্পিনাররা আগেও টেস্ট খেলেছে। যে দুটি খেলেছে সেখানে ভারতের বিপক্ষে আহামরি করেনি। আমি আমার দলকেই এগিয়ে রাখব।’
প্রথম দিনে আফগানদের মাত্র ৫ উইকেট ফেলতে পেরেই তৃপ্ত তাইজুল। তাঁর দাবি উইকেট থেকে কোনো সহযোগিতা নাকি পাচ্ছেন না স্পিনাররা, ‘উইকেট যেমন তেমনই বোলিং করেছে। হয়তো এর চেয়ে ভালো করতে পারত। ভালো করতে পারত এই না যে এখন ৮-৯ উইকেট থাকত। এর চেয়ে ভালো করার সুযোগ থাকত। ওরা ৩০০ পার করতে পারলে অবাক হওয়ার কিছু থাকত না। উইকেট এখন মুখস্থ হয়ে গেছে। মাঝেমধ্যে টার্ন ও বাউন্স হলে, আর কখনো সোজা গেলে ওরা আরও সাবধানী থাকত। আমাদেরও উইকেট বেশি হতো। বল একই রকম হচ্ছে।’
আপাতদৃষ্টিতে সে ক্ষেত্রে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না স্পিনাররা। সে ক্ষেত্রে দলে কোনো পেসার না রাখার সিদ্ধান্তটাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। কিন্তু এ ক্ষেত্রেও তাইজুলের দাবি, তাঁরা ঠিক পথেই আছেন, ‘আশা যেমন ছিল তেমনই হয়েছে। স্পিন যখন করেছে এখানে পেস বোলার নিয়ে লাভ হবে না। ২-৩ ওভারও করানো যাবে না। অতএব স্পিনারদের খেলানোই ভালো। যে সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিকই হয়েছে। আমরা এখনো ঠিক জায়গায় আছি। ম্যাচের পরিস্থিতি যেমন। খারাপ হয়েছে বলব না। আমার কাছে মনে হয় রান কমই উঠেছে। বোলাররা ভালো করেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com