শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের শান্তিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শেখ শফিকুল ইসলাম মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া শাকিবের তৃতীয় বিয়ে ইস্যুতে বুবলীকে খোঁচা দিয়ে যা বললেন অপু বিশ্বাস শান্তিগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার উপজেলা নির্বাচন: কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমাতে পারে: প্রধানমন্ত্রী
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
রাজনীতিতে এক–এগোরোর ধারা চলছে: ফখরুল

রাজনীতিতে এক–এগোরোর ধারা চলছে: ফখরুল

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি খুনের সঙ্গে জড়িত নয় এবং তারা কখনো খুনের দায়ে পড়েনি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই বিএনপির নেতা-কর্মীদের খুন করেছে। বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিতে এখনো এক-এগারোর ধারা চলছে।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপি খুনির দল’- আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি খুনের সঙ্গে সম্পৃক্ত নয়, বিএনপি কখনো খুনের দায়ে পড়েনি। তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে ও নিপীড়ন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক সব পথ রুদ্ধ করে দিয়েছে।
আওয়ামী লীগের লুটপাটের কারণে শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। শুধু গণতন্ত্র নয় রাজনীতিকেই ধ্বংস করছে। ১/১১ তে রাজনীতি নিয়ে যে ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছিল, বিরাজনীতিকরনের সেই ধারাই এখন চলছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে জানান মির্জা ফখরুল।
বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত দুই বছর ধরে রোহিঙ্গারা এ দেশে এসছে। দুই বছরে সরকার এত ব্যর্থ হয়েছে যে, তারিখ ঠিক করেও মিয়ানমারে কাউকে ফেরত পাঠাতে পারেনি।
আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।
বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম।
‘ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদ’ এর চেয়ারম্যান অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ও সদস্য শামসুজ্জামান মেহেদীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com