শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
১০০ কোটির ক্লাবে অক্ষয়ের নতুন ছবি

১০০ কোটির ক্লাবে অক্ষয়ের নতুন ছবি

বিনোদন ডেস্ক:: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র (স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানীরা প্রথম পদক্ষেপেই সফল হয় ‘মঙ্গলযান’ পাঠাতে। মঙ্গল অভিযানের সেই গল্প নিয়ে নির্মাণ করা হয় সিনেমা ‘মিশন মঙ্গল’। এখন ভারতের বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। খুশির খবর হলো মুক্তির পাঁচ দিনের ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।
অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। বলিউডের বাণিজ্যিক বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে এ তথ্য জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ২৯ কোটি ১৬ লাখ রুপি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ষষ্ঠ দিনে ‘মিশন মঙ্গল’ আয় করেছে আট কোটি রুপির কাছাকাছি। বৃহস্পতিবার ২৯.১৬ কোটি, শুক্রবার ১৭.২৮ কোটি, শনিবার ২৩.৫৮ কোটি, রোববার ২৭.৫৪ কোটি, সোমবার ৮.৯১ কোটি, মঙ্গলবার ৭.৯২ কোটি; মোট ১১৪.৩৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
রজনীকান্ত অভিনীত ‘২.০’ ছবিও মুক্তির পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে যায়। সেই ছবিতেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। দেশীয় বক্স অফিসে শতকোটি অতিক্রম করতে অক্ষয়ের সর্বশেষ ছবি ‘কেসারি’র লেগেছিল এক সপ্তাহ।
মিশন মঙ্গল-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহরি, নিথিয়া মেনন ও শর্মণ যোশি প্রমুখ।
সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনয় করেছেন ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রজেক্ট ডিরেক্টরের পদে । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি ও নিত্যা মেনন। মঙ্গল অভিযানের বিষয়ের উপর তৈরি এটি বলিউডের প্রথম ফিল্ম।
সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘মিশন মঙ্গল’ জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’ প্রযোজনা করেছেন ‘প্যাডম্যান’ পরিচালক আর বাল্কি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com