বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু আক্রান্ত

চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু আক্রান্ত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছেন অভিনেতা ও নির্মাতা আলমগীর। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আজ মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
আজ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিনি বলেন, ‘আব্বু আগের তুলনায় বেশ খানিকটা ভালো, তবে শরীর খুব দুর্বল। তবে আপাতত ঝুঁকিমুক্ত। তাই চিকিৎসকের পরামর্শে আজ তাঁকে বাসায় নেওয়া হয়েছে।’
এখন প্রতিদিন দুই বেলা রক্ত পরীক্ষা করতে হচ্ছে। তবে মুশকিল হচ্ছে হাসপাতালে নেওয়া-আনায়। মানুষ ভিড় করছেন। আঁখি আলমগীর বলেন, ‘জানি মানুষ ভালোবেসেই আসছেন বাবাকে দেখতে, কথা বলতে। কিন্তু এই মুহূর্তে আব্বুর বিশ্রাম প্রয়োজন। তা ছাড়া রোগ প্রতিরোধের জন্য তাঁকে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি সবাইকে বলব দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হন।’
আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে। অভিনয়ে সফলতা অর্জন করার পর ১৯৮৫ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক আলমগীর। তিনি আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। শ্রেষ্ঠ অভিনেতা ও পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
এদিকে, আজ মঙ্গলবার ডেঙ্গু বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে মানববন্ধন ও র্যালি করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ বেলা একটায় এফডিসির গেটে মানববন্ধনে অংশগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়ক নিরব, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা রোজিনা, অঞ্জনা, খালেদা আক্তার কল্পনা, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার আনিসুর রহমান (তেজগাঁও), অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল (তেজগাঁও) ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য। এ সময় নায়ক আলমগীরের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চান জায়েদ।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের নিজের দায়িত্ব নিজেদের নিতে হবে। নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা অনেকেই বারান্দায় টবে ফুল রাখি, বৃষ্টি হওয়ার পর সেখানে পানি জমে। বৃষ্টির পর সেখান থেকে বৃষ্টির পানি পরিষ্কার করতে হবে। যাঁরা হাই কমোড ব্যবহার করি, তাঁরা ঢাকনা বন্ধ রাখবেন। বাথরুমে যেন পানি জমে না থাকে, সেদিক খেয়াল রাখতে হবে।’ গুজব নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের দেশে যে ছেলেধরা সন্দেহে মানুষ মারছে, এটা অনেক বড় অন্যায়। কাউকে সন্দেহ হলে আমাদের পুলিশ রয়েছে। আপনারা তাদের হাতে তুলে দিন। পদ্মা সেতুতে মানুষের কল্লা লাগবে—এটা আপনারা কীভাবে বিশ্বাস করেন। ২০১৯ সালে এসে এটা কেউ বিশ্বাস করতে পারে, আমি সেটা ভাবতেই পারি না।’
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমরা শিল্পীরা এক হয়ে মানববন্ধন আয়োজন করেছি। আমরা চাই, প্রত্যেক মানুষ নিজে সচেতন হোক, পাশের মানুষটিকে সচেতন করুক।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com