শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
মেসি যে লাল কার্ড পেল, তাঁর অপরাধটা কি?

মেসি যে লাল কার্ড পেল, তাঁর অপরাধটা কি?

খেলা ডেস্কঃ
কোপা আমেরিকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাল বিতর্কিত লাল কার্ড দেখেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কোচ লিওনেল স্কালোনি
লিওনেল মেসির এখন ৩২ বছর চলছে। কোপা আমেরিকার আগামী সংস্করণে খেলবেন কি না তা রইল সময়ের হাতে। আপাতত এ কথা বলাই যায়, কোপায় মেসির শেষ দৃশ্যটা বড়ই বিষাদমাখা, চরম বিতর্কিতও। ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে— মেসির লাল কার্ড অন্যায্য, এ দাবি তুলে। মুণ্ডুপাত চলছে রেফারি মারিও ডিয়াজ দে ভিভারের। আর রেফারির প্রতি প্রশ্ন রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি—মেসি যে লাল কার্ড পেল, আমি বুঝতে পারছি না তাঁর অপরাধটা কি?
স্কালোনির মতো অনেক ফুটবলপ্রেমীও বুঝতে পারেননি মেসির অপরাধটা আসলে কি? ম্যাচের তখন ৩৭ মিনিট। চিলির বিপদ সীমার মধ্যে বল দখলের লড়াইয়ে গ্যারি মেডেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন লিওনেল মেসি। সেটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তখন পরিষ্কার বোঝা যায়নি। কিন্তু এর প্রতিক্রিয়ায় চিলি অধিনায়ক যা করলেন তা অবিশ্বাস্য, চোখ রগড়ে দেখার মতোই । পেছনে ঘুরেই তিনি শরীর দিয়ে গুঁতোতে শুরু করেন মেসিকে। হঠাৎ এ আক্রমণের পাল্টা জবাব দেননি মেসি। দু হাত তুলে চিলি অধিনায়কের প্রতিটি গুঁতোয় পিছিয়েছেন দু-এক পা করে। এর মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন রেফারি মারিও ডিয়াজ দে ভিভার। ছুটে এসে সরাসরি লাল কার্ড দেখালেন দুজনকেই!
অথচ ভিডিও রিপ্লেতে দেখা গেছে, লাল কার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি মেসি। এমনকি চিলি অধিনায়ক গ্যারি মেডেলকেও বড়জোর হলুদ কার্ড দেখানো যেত। মেসি চুপচাপ থাকলেও অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন মেডেল। তৃতীয়স্থান নির্ধারণী এ লড়াইয়ে চিলির বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসির লাল কার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ফেটে পড়লেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমি এখনো বুঝতে পারছি না মেসিকে ঠিক কী কারণে (মাঠ থেকে) বের করে দেওয়া হলো? আর্জেন্টিনার ফাইনাল খেলা উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু আমরা পেয়েছি সান্ত্বনা পুরস্কার—তৃতীয়স্থান।’
সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচেও রেফারির ম্যাচ পরিচালনার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেসি। পেনাল্টি না পাওয়ার হতাশা ঝরেছে তাঁর কণ্ঠে। আর এবার বিতর্কিত লাল কার্ড দেখায় কোপা আমেরিকায় রেফারিংয়ের মান নিয়ে সত্যিই প্রশ্ন উঠে গেল। মেসি নিজেই বলেছেন, সেমিতে রেফারির মান নিয়ে প্রশ্ন তোলাতেই এ লাল কার্ড। আর্জেন্টিনা কোচ অবশ্য তাঁর সেরা খেলোয়াড়টির পাশেই আছেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে দলের কেউ আঘাত পেলে সেটা সবার জন্যই আঘাত। সতীর্থদের কেউ বাজে কিছু শিকার হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। লিও ছাড়াও আরও কয়েকজনের সঙ্গে এটা ঘটেছে।’
কোপা আমেরিকায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্কালোনি। সেমিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ‘আটজন কালো লোক’ অফিশিয়ালের ভূমিকায় ছিল উল্লেখ করে স্কালোনি বলেন, ‘সেদিনের তুলনায় আজকের (কাল বাংলাদেশ সময় রাতে) ম্যাচটা বেশি অদ্ভুত। কোপায় ভিএআর ব্যবহারের মানদণ্ড আমি এখনো ঠিক বুঝতে পারছি না। হয় এ মানদণ্ড ভুল কিংবা রেফারিরা একমত হতে পারছেন না। আমার মনে হয় না ভিএআর তারা ঠিকঠাক বুঝতে পারছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com