শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
মাশরাফির ভাগ্য বরণ করে নেওয়া হল গম্ভীরেরও

মাশরাফির ভাগ্য বরণ করে নেওয়া হল গম্ভীরেরও

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের প্রথম নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করে সবাইকে টাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এবার একই পথে হাঁটলেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও।

বৃহস্পতিবার (২৩ মে) ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, ৩ লক্ষ ৯০ হাজার ৩৯১টি ভোটের ব্যবধানে গম্ভীর দিল্লী কেন্দ্র থেকে নিজের রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনে জয়লাভ করেছেন।

নির্বাচনের আগে সাবেক এই ওপেনারের বিরুদ্ধে অবশ্য বেশ কিছু অভিযোগ ছিল। তবে সব বিতর্ক দূরে ঠেলে শেষপর্যন্ত বিপুল ব্যবধানেই জয় পেয়েছেন তিনি। বহুল আলোচিত এই নির্বাচনে জয় পেয়েছে তাকে সমর্থন দেওয়া ক্ষমতাসীন দল বিজেপিও। যদিও গম্ভীরের এই জয়ের পেছনে তার ক্রিকেটীয় ক্যারিয়ারের জনপ্রিয়তাই বেশি ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

গম্ভীর মোট ভোট পেয়েছেন ৬৯৫১০৯টি। তার নিকটতম প্রার্থী কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি পেয়েছেন ৩০৪৭১৮টি ভোট।

নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দেশবাসীকে ধন্যবাদ দিয়েছেন গম্ভীর। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টি আসনেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

বিশ্বকাপ খেলতে মাশরাফি যখন ইংল্যান্ডে, গম্ভীর অবশ্য তখন নিজ দেশ ভারতেই আছেন। ভারত ক্রিকেট দল নিয়ে নানারকম মন্তব্য করে এই সাবেক ক্রিকেটার প্রায়শই আলোচনার জন্ম দেন। রাজনীতি থেকে সাময়িক ছুটি নিয়ে মাশরাফি এখন ব্যস্ত থাকবেন তার পুরনো শয্যা ক্রিকেট নিয়েই। নির্বাচনে তো জিতলেন, গম্ভীরও এবার ফিরতে পারেন ক্রিকেট মাঠে, আলোচকের ভূমিকায়!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com