রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন, চিরকুটে ক্রাইস্টচার্চ হামলার তথ্য

যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন, চিরকুটে ক্রাইস্টচার্চ হামলার তথ্য

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মসজিদটির ভেতরে অন্তত সাতজন মুসল্লি ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অগ্নিকাণ্ডের শিকার ওই মসজিদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে রোববার ভোর তিনটার দিকে হালকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থলে সোয়া তিনটার দিকে পৌঁছায়। তবে আগুনে মসজিদের কোনো সদস্য কিংবা বাইরের কেউই হতাহত হননি। এ ঘটনাকে হেট ক্রাইম হিসেবে ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : বরফ গলে বেরিয়ে আসছে নিখোঁজ মরদেহ
ক্যালিফোর্নিয়া পুলিশের কর্মকর্তা ক্রিস লিক বলেন, মসজিদের পার্কিং লটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের তথ্য উল্লেখ রয়েছে। তবে এছাড়া চিরকুটে আর কি লেখা রয়েছে, সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করেননি তদন্তকারী কর্মকর্তারা। আগুনে ইসলামিক সেন্টার অব এসকনডিডোর বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, আগুনের সময় মসজিদটির ভেতরে সাতজন মুসল্লি ছিলেন। তবে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই ওই মুসল্লিরা অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রেণে আনেন।
আরও পড়ুন : ২২ মাসে এমন ভালো দিন আর পাননি ট্রাম্প!
মসজিদের সদস্য ইউসুফ মিলার বলেন, তারা রাতে মসজিদেই ঘুমান। ভোরের দিকে শব্দ শুনতে পান তারা। পাশাপাশি হালকা গন্ধ আসতে থাকে। এসময় বাইরে বেরিয়ে একটি চিঠি পাওয়া যায়; যেখানে নিউজিল্যান্ডের গোলাগুলির ঘটনার কথা উল্লেখ রয়েছে। এ কারণে আমরা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে যাই।
মিলার বলেন, এসকনডিডোর এই মসজিদটি চার বছর আগে নির্মাণ করা হয়। ১ লাখ ৪৩ হাজার মানুষের এই শহরে অনেকেই মসজিদটিতে নামাজের জন্য আসেন। এ ঘটনার পর মুসল্লিরা ভীত নন বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা নামাজ বন্ধ করবো না। মসজিদে একত্রিত হওয়াও বন্ধ করবো না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com