শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নুর হোসেনকে ঘিরে উজ্জীবিত তরুন ও সাধারণ ভোটাররা

নুর হোসেনকে ঘিরে উজ্জীবিত তরুন ও সাধারণ ভোটাররা

ছায়াদ হোসেন সবুজ:: দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন।তারি ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ প্রথম দফায় সুনামগঞ্জের অন্যান্য উপজেলার ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন।তাই উপজেলা নির্বাচনের আমাজ ছড়িয়ে পরেছে চারিদিকে।উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৭ জন।

এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক মো. নুর হোসেন (মাইক), উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান(তালা), উপজেলা যুবদল নেতা কামাল পারভেজ সাজন(টিয়া পাখি), স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম(বৈদ্যুতিক বাল্ব), সিতাংশু শেখ ধর(উড়োজাহাজ), মোশারফ হোসেন জাকির(চশমা) ও জমির হোসেন জামির(টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে সরব হয়ে উঠেন তারা। তাই এ বারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানদের ২/১ জনের মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারন ভোটাররা।

সরজমিনে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, উপজেলা নির্বাচন অনুষ্টিত হওয়ার খবর শুনার অনেক আগ থেকেই মাঠে সরব ছিলেন প্রভাষক নুর হোসেন। তারা জানান, যখন নির্বাচন অনুষ্টিত হবে বলে জানা গেল তখন এ উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহনের জানান দিলেও নীরব ছিলেন অন্যান্য ভাইস প্রার্থীরা । এক মাত্র প্রভাষক হোসেন অনেক আগ থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে মানুষের সাথে মিশে, বিভিন্ন সালিশ মিমাংসা করে সবার মনে জায়গা করে নিয়েছেন। তাই জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

শুধু জনপ্রিয়তায়ই নয় তরুন ও সাধারণ ভোটারদের পছন্দের প্রথম প্রার্থীই তিনি। শিক্ষিত পরিছন্ন এই রাজনীতিবিদকে ঘিরে উজ্জীবিত উপজেলার সর্বস্থরের মানুষ। যদিও কেন্দ্রীয় আওয়ামীলীগ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়নি, তবুও উপজেলার তৃনমূল আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন তিনি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের তরুণ ভোটার জামিল জানান, প্রভাষক নুর হোসেন ভাই একজন তরুণ, সৎ, বিনয়ী ও ভদ্র মানুষ। উনার সাথে প্রথম কথা বলেই বুঝতে পেরেছি উনি আসলেই একজন ভাল মানুষ। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকেই আগামী ১০ মার্চ ভোট দিয়ে বিজয়ী করব।

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আব্দুল হান্নান জানান,নুর হোসেন ভাই অনেক দিন আগ থেকেই আমাদের এলাকায় আসছেন। জনসাধারনের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছেন। অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা, তাদের সাথে মিলে মিশে থাকার প্রবল ইচ্ছা উনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমাদের ইউনিয়নের বিভিন্ন গ্রামে সালিশ মিমাংসায় উনার প্রশংসনীয় অবদান রয়েছে। এ ধরনের মনমানসিকতা দেখে বুঝা যায় তিনি একজন জনপ্রতিনিধি হওয়ার যোগ্য লোক। আমরা সবাই এরকম একজন তরুন ও পরিচ্ছন্ন ইমেজের ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলেই আমাদের উপজেলার উন্নয়ন হবে।

এদিকে প্রভাষক নুর হোসেন নির্বাচনে বিজয়ী হতে রাত দিন বিরামহীন প্রচারণায় রয়েছেন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ব্যাপক জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। চারিদিকেই এখন তার জয়জয়কার।

প্রভাষক নুর হোসেন বলেন, আমি উপজেলার সর্বস্থরের মানুষের সেবা করার জন্যই নির্বাচন করছি।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই।পরিকল্পনা মন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের ছায়াতলে থেকে উপজেলা বাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই।তাই আশা করছি উপজেলার সর্বস্থরের মানুষ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com