বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আমি একুশ খুঁজে পাই – ফয়ছল আহমদ

আমি একুশ খুঁজে পাই – ফয়ছল আহমদ

আমি একুশ খুঁজে পাই তখন ,

যখন ফোকলা দাঁতে বাবুটা অ – আ ক – খ পড়ে ,

আমি একুশ খুজে পাই সেখানে ,
যেখানে বাংলা অক্ষরে লেখা বই সাজানো তরে তরে ,

আমি একুশ খুঁজে পাই মা শব্দের সজোরে চিৎকারে !
আমি সেই বাহান্নই খুজে পাই আজও বাংলার ঘরে ঘরে ,

আমি একুশ খুঁজে পাই ঐ শহীদ মিনারে ,
আমি একুশ খুঁজতে যাই প্রত্যহ,
বাঁক নেওয়া বহতা নদীর তীরে ,

আমি একুশ খুঁজে পাই উদাসী বাউলের একতারাটার সুরে ,
তাই তো আমায় তাঁহার পানে, টানছে বারে বারে ,

আমি একুশ খুঁজে পাই দক্ষিণা হাওয়ায় দোল খাওয়া নতুন পাতায় ,
আমি একুশ খুঁজতে যাই অবুঝ শিশুটির ভাঙ্গা ভাঙ্গা বাংলা কথায় ,

আমি একুশ খুঁজে পাই পথ পথ করে উড়া লাল সবুজের পতাকায় ,
আমি একুশ খুঁজতে যাই বাঙ্গালী কবির কবিতায় ,

আমি একুশ খুঁজে পাই রং পেন্সিলে আঁকা শহীদ মিনারের ছবিতে ,
আমি একুশ খুঁজতে যাই নগ্ন পায়ে চলা প্রভাত ফেরিতে ,

আমি একুশ খুঁজে পাই বাংলা একাডেমী প্রাঙ্গণের বই মেলায় ,
আমি একুশ খুঁজতে যাই তরুণ প্রজন্মের সাহিত্য চর্চায় ,

আমি একুশ খুঁজে পাই বাঙ্গালীর বাংলা ভাষা উন্মাদনায় ,
আজও বাঙ্গালী উজ্জীবিত সেই বাহান্নর একুশের চেতনায় !

 ফয়ছল আহমদ, ডুংরিয়া-দক্ষিণ সুনামগঞ্জ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com