শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের শান্তিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শেখ শফিকুল ইসলাম মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া শাকিবের তৃতীয় বিয়ে ইস্যুতে বুবলীকে খোঁচা দিয়ে যা বললেন অপু বিশ্বাস শান্তিগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার উপজেলা নির্বাচন: কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমাতে পারে: প্রধানমন্ত্রী
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আজ রাতেই আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রাতেই আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান উপলক্ষে তাঁর ৩ দিনব্যাপী সরকারি জার্মান সফর শেষ করে আজ রাতে আবুধাবি যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমান মিউনিখের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিট রোববার) মিউনিখ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশ্যে রওনা হবে।
ফ্লাইটটি আগামীকাল আবুধাবির স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
গত মাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শেখ হাসিনা দু’টি দেশ জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে তাঁর প্রথম বিদেশ সফরের প্রথম ধাপে গত বৃহস্পতিবার এখানে পৌঁছেন।
শেখ হাসিনা শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের ৫৫তম এডিশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিলে বক্তৃতা করেন এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।
আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)’র প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদা ও পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রচারণার নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী বেট্রিস ফিন এখানে পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী এখানে হোটেল শেরাটনে জার্মানিস্থ বাংলাদেশ মিশন আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেন।
সংযুক্ত আরব আমিরাত সফরকালে শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী এখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এছাড়া তাঁর এখানকার অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে।
শেখ হাসিনা এখানে আল বাহার প্রাসাদে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মোবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী সেন্ট রেজিস আবুধাবি হোটেলে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com