শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে জোরপূর্বক প্রবাসীর মালকানাধীন জায়গা বিক্রির অভিযোগ

দক্ষিণ সুনামগঞ্জে জোরপূর্বক প্রবাসীর মালকানাধীন জায়গা বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জে লন্ডন প্রবাসীর মালিকানাধীন জায়গা থেকে প্রভাবশালী কর্তৃক জোর পূর্বক জায়গা গর্ত করে কালা মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও লন্ডন প্রবাসী জগন্নাথপুর উপজেলার মীরপুর গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে মো: ছোয়াব উল্লার অভিযোগ সূত্রে জানা যায়,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামে বিগত ২০ আগষ্ঠ ২০১৪ ইং সনে ৫০৫ নং দলিল মূলে লন্ডন প্রবাসীর ক্রয়সূত্রে মালিকানাধীন ১০.৮০ একর ভুমিতে ফিশারীর ব্যবসা রহিয়াছে। তিনি লন্ডন প্রবাসে থাকাবস্থায় রনসী গ্রামের মৃত আবির আলীর ছেলে মো: মোশাহিদ
আলী ও সিদুখাই গ্রামের আসাদ মিয়া গংরা বিভিন্নভাবে পায়তারা করে দলিল ও মাঠপর্চা জালিয়াতির মাধ্যমে তাহার জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছিল। খবর পেয়ে দেশে এসে তিনি ২৪ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে এদের বিরুদ্ধে দলিল ও মাঠ পর্চা জালিয়াতির বিষয়ে আমল গ্রহনকারী ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জে সি আর ২০৭ নং মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা দায়েরের পর বিগত ২৫ ডিসেম্ভর বিকালে লন্ডন প্রবাসী মো: ছোয়াব উল্লা তাহার মালিকানাধীন রনসী গ্রামের ফিশারীতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মো: মোশাহিদ আলী, বদরুল আমিন, শাহজাহান মিয়া, রোকন মিয়া, নুর মিয়া, আসাদ মিয়া গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবাসীর ফিশারীতে প্রবেশ করিয়া গালিগালাজ শুরুর এক পর্যায়ে প্রবাসী প্রতিবাদ করলে মোশাহিদ আলী সহ ১২/১৩ জনের একটি গ্রুপ মারধর করে গুরুতর আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এরই জের ধরে প্রবাসী হাসপাতালে থাকার সুবাধে মশাহিদ আলী গংরা জোরপূর্বক তাহার জায়গা শতাংশ হিসাবে ৪ থেকে ৫ হাজার টাকা হারে বিভিন্ন গ্রামের মানুষের কাছে গর্ত করে কালামাটি নেওয়ার জন্য বিক্রি করে দেয়। এই সুবাধে প্রতিদিন শত শত মানুষ জায়গা গর্ত করে হাজার হাজার মন কালামটি তুলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রবাসীর নিযুক্ত আম-মোক্তার কবির আহমদ তাহার মালিকানাধীন জায়গা থেকে কালামাটি বিক্রি বন্দের দাবীতে গত ৫ জানুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত বরাবর মোকদ্দমা দায়ের করেন। বিবিধ মোকদ্দমা নং ০৪ তারিখ ০৫ জানুয়ারী ২০১৯। এ ব্যাপারে লন্ডন প্রবাসীর নিয়োজিতআম-মোক্তার কবির আহমদ জানান, অভিযোগের আলোকে থানা পুলিশ ও সরকারি সার্ভেঢার ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে জোর পূর্বক কালামটি বিক্রি করছে মোশাহিদ আলী গংরা। এ ব্যাপারে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান: এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে বারণ করেছে এবং একজন আসামীকে ধৃত করে আদালতে প্রেরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com