শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে-পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে-পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওরের প্রকল্প’র ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক, তিনি হাওরের মানুষের খোজ খবর সব সময়ই নেন। জিজ্ঞেস করেন হাওরের ধান লাগানো হয়েছে কিনা? সারের কোনও সংকট আছে কিনা? প্রত্যেকটি ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা নিজে খোঁজ খবর নেন। তিনি আমাকে সব সময় বলেন হাওরের কোন প্রকল্প আছে কিনা? থাকলে নিয়ে আসেন, আমি তখন তাকে বলেছিলাম আমাদের একটি মেডিকেল কলেজ প্রয়োজন। অনেকেই এই প্রকল্পের বিরোধীতা করলেও তিনি তা অল্প সময়ের মধ্যে পাশ করে দেন।’

বুধবার (২৩ জানুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে জেলা যুবলীগ কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তিনি এটি করে দিবেন। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের উন্নতি চান। সব সময় দেশের মানুষের কল্যাণ চান। হাওরের মানুষের কষ্ট তিনি বুঝেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল মুক্তির জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতা শুধু দেশ স্বাধীন নয়, অর্থনৈতিক মুক্তিসহ সব ধরণের স্বাধীনতার জন্য এ দেশ পকিস্তানিদের হাত থেকে মুক্ত করা হয়।
কিন্তু ঘাতকরা ৭৫ সালে বঙ্গবুন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে পথ বন্ধ করে দেয়। পরে আবার যখন ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সে অগ্রযাত্রা আবার শুরু হয়। পরে আবার ২০০১ সালে য়ড়যন্ত্র করে আওয়মী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়।’
মন্ত্রী বলেন ‘ পরিশ্রম করতে হবে সততার মধ্যদিয়ে, সকলেই নজরদারিতে রয়েছেন, আমরা মন্ত্রী- এমপিরাও নজরদারিতে আছি, জনগন আওয়ামী লীগকে নজরে রেখেছে, তারা এজন্যেই বার বার বিপুল ভোটে এই দলকে ক্ষমতায় নিয়ে আসে, তারা উন্নয়ন চায়, তারা শান্তি চায়, তারা সমৃদ্ধি চায়’।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ছাড়াও সংবর্ধনা দেয়া হয় সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহকে। জেলা যুব লীগের আহবায়ক খাইরুল হুদা চপলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নূরুল হুদা মুকুট, যুব লীগের
প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com