বুধবার, ০১ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী  ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবারের মধ্যে
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করুন

বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করুন

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
বিএনপিকে বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা আয়োজিত সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিএনপি হলো বাংলাদেশের নালিশ পার্টি। বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে তারা জনগণের কাছে এসে ক্ষমা চাক। তারা ভুল স্বীকার করুক। ভুল রাজনীতিতে হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে এ দেশের রাজনীতিতে তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।’
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তবে সংসদ বর্জন করে নয়, সংসদে যোগ দিয়ে গঠনমূলক সমালোচনা করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হোন।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৯৭০ সালে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছিল। এবার ২০১৮ সালে জাতি ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে ভোট দেয়ার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত দেশ নির্মাণের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’
সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মোজাম্মেল বলেন, তিনি অত্যন্ত সাহসী ও মেধাবী নেতা ছিলেন। কিন্তু খুব প্রচারবিমুখ ছিলেন। সাধারণভাবে চলাফেরা করতেন, দেমাগি ছিলেন না। ওয়ান/ইলেভেনের সময় বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে পুরস্কার হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তাকে বরণ করে নিয়েছিলেন। এবার রাজাকারমুক্ত সংসদ দেখে তার আত্মা খুশি হয়েছে নিশ্চয়ই। তিনি বেঁচে থাকলেও খুশি হতেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মো. মাহবুব হোসেন, সাংবাদিক নেতা অভি চৌধুরী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com