সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জ জেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ জেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। শনিবার  সকাল ১১:৩০ টায় জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর (পোল্ডার-২) প্রকল্পের রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা স্টীল ব্রিজের নিকট ৩৫নং পিআইসির বাঁধে মাটি কেটে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের উদ্বোধন করেন।

সুনামগঞ্জ জেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুল আলম মাসুম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পওর-২ জনাব খুশি মোহন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব বিজন কুমার দেব, অফিসার ইনচার্জ জনাব হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রিজুসহ প্রকল্পের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বাঁধের কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যে বা যারাই বাঁধের কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ উল্লেখ্য যে, সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পভূক্ত সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত ৫৫৩টি স্কীম যার প্রাক্কলিত মূল্য ৯৩৪৮.১৭ লক্ষ টাকা ধরা হয়েছে। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা ০৯টি, দক্ষিণ সুনামগঞ্জ ৪০টি, জগন্নাথপুর ৫০টি, ধর্মপাশা ৭৪টি, শাল্লা- ১১৫টি, দিরাই ১০১টি, জামালগঞ্জ ৫২টি, বিশ্বম্ভরপুর ১৬, তাহিরপুর ৬৬টি, দোয়ারাবাজার ২৩টি এবং ছাতক ০৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৭ কোটি টাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের জন্য ছাড় করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com