শনিবার, ১১ মে ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নিলেন এম এ মান্নান

পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নিলেন এম এ মান্নান

স্টাফ রিপোর্টার :: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় হয়েছে অনেক রদবদল। অনেক হেভিওয়েটকেও বাদ দেয়া হয়েছে নতুন এই মন্ত্রীসভা থেকে। অনেক নতুন মুখ স্থান পেয়েছে এই মন্ত্রীসভায়।

সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। রীতি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথে অংশ নেন।অন্যদের সঙ্গে সুনামগঞ্জ-৩ আসনের ৩ বারের নির্বাচিত সাংসদ উন্নয়নের অগ্রদূত আলহাজ্জ্ব এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নেন। উক্ত শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে গত ৩ জানুয়ারি সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নেয়ায় উচ্ছসিত হাওর জনপদ। গোটা সুনামগঞ্জ জুড়ে চলছে আনন্দের বন্যা। এম এ মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। জনগণের আশা তাদের চলমান উন্নয়ন গুলোর বিপ্লব ঘটবে এম এ মান্নানের হাত ধরেই। এখন সুনামগঞ্জবাসী প্রিয় নেতাকে বরণের অপেক্ষায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com