বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
তবু রইলো ৭ রানের আক্ষেপ

তবু রইলো ৭ রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক 
ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। সঙ্গ দিতে পারেননি আজিঙ্কা রাহানেও। তরুণ ওপেনার মায়াঙ্ক আগারওয়াল প্রাথমিক জুটি গড়লেও পরে নিঃসঙ্গ যোদ্ধা হয়েই লড়তে হলো চেতেশ্বর পুজারাকে। নিজের ব্যাটিং দৃঢ়তায় দলের সংগ্রহকে নিরাপদ অবস্থানে নিয়েছেন ঠিক। কিন্তু মাত্র ৭ রানের জন্য করতে পারেননি ক্যারিয়ারের চতুর্থ দ্বিশতক।
এখনো পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন পুজারা। প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে, পরের দুটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু তিনটিই নিজেদের দেশের মাটিতে। প্রথমবারের মতো তার সামনে সুযোগ ছিলো বিদেশের মাটিতে দুইশ পেরুনো স্কোর খেলার।
কিন্তু সেটি করতে পারেননি পুজারা। নাথান লিয়নের স্পিনের ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ১৯৩ রান। মাত্র ৭ রানের জন্য করতে পারেননি বিদেশের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি। তবে প্রথমবারের মতো নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৯০+ স্কোরে আউট হওয়া তিক্ত অভিজ্ঞতা ঠিকই হয়ে গিয়েছে পুজারার।
সিডনি টেস্টের প্রথম দিন শেষে পুজারা অপরাজিত ছিলেন ১৩০ রানে, ২৫০ বল খেলে। একই দৃঢ়তা দেখিয়েছেন দ্বিতীয় দিনেও। আরেক অপরাজিত ব্যাটসম্যান হানুমা বিহারী দিনের শুরুতেই ফিরে গেলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তের সাথে গড়েছেন ৮৯ রানের জুটি।
দ্বিতীয় দিনের প্রায় অর্ধেকটা সময় খেলে মোকাবিলা করেছেন আরও ১২৩টি ডেলিভারি। নিজের নামের যোগ করেছেন আরও ৬৩ রান। ব্যক্তিগত ১৯২ রানের মাথায় প্রথম স্লিপে থাকা উসমান খাজা তাকে জীবন দেন ক্যাচ ফেলে দিয়ে। নিজের দ্বিশতকটি পেয়েই যাবে পুজারা, এমনটাই ধরে নিয়েছিল সবাই।
কিন্তু এর কয়েক ওভার পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে পুজারাকে বোকা বানান লিয়ন। উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ফিরতে ক্যাচ দিয়ে বসেন পুজারা। সমাপ্তি ঘটে ৩৭৩ বলে ২২ চারের মারে সাজানো ১৯৩ রানের অসাধারণ এক ইনিংসের।
পুজারা ফিরে গেলেও রবিন্দ্র জাদেজাকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন পান্ত। তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৩ রান। পান্ত ৫৩ এবং জাদেজা ৬ রান নিয়ে ব্যাটিং করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com