শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
গাভাস্কার-ওয়াসিমদের সঙ্গী হাবিবুল

গাভাস্কার-ওয়াসিমদের সঙ্গী হাবিবুল

স্পোর্টস ডেস্ক::
সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, আবদুল কাদির, মোহাম্মদ আজহারউদ্দিন, হরভজন সিং, মুত্তিয়া মুরালিধরন, ইউনিস খান, মিসবাহ-উল-হকের মতো ক্রিকেট কিংবদন্তির সঙ্গে একই মঞ্চে থাকছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশারও। আয়োজনটা মূলত এক ভারতীয় টিভি চ্যানেলের
সবাই কিংবদন্তি। ক্রিকেট ইতিহাসে জ্বলজ্বলে সব নাম। তাঁদের কারও কারও এমন কিছু কীর্তি আছে যেটি স্থান-কাল ছাপিয়ে হয়ে আছে ক্রিকেটের চিরকালীন রূপকথা। নামগুলো শুনুন—সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, আবদুল কাদির, মোহাম্মদ আজহারউদ্দিন, হরভজন সিং, মুত্তিয়া মুরালিধরন, ইউনিস খান, মিসবাহ-উল-হক। ক্রিকেটের এই কিংবদন্তির সঙ্গে একই মঞ্চে থাকছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশারও।
আয়োজনটা মূলত এক ভারতীয় টিভি চ্যানেলের। কাল থেকে দুবাইয়ে শুরু হচ্ছে এশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। যে লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপ উপলক্ষে দুবাইয়ে ‘সালাম ক্রিকেট’ নামে অনুষ্ঠানটি আয়োজন করেছে ভারতীয় টিভি চ্যানেল ‘আজ তক’। ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী এ অনুষ্ঠানে আড্ডায় মেতে উঠবেন কিংবদন্তিরা। নিজেদের বলা না–বলা ক্রিকেটীয় গল্পে মুগ্ধ করবেন উপস্থিত দর্শকদের। সেখানে হয়তো চলে আসবে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। চলে আসবে চলমান এশিয়া কাপ প্রসঙ্গও।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত চ্যাম্পিয়নস ট্রফির সময় ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে এমন আয়োজন করেছিল ‘আজ তক’। দুটিতেই উপস্থিত ছিলেন হাবিবুল। এ অনুষ্ঠানে যোগ দিতে পরশু দুবাইয়ে রওনা দেবেন বিসিবির এ নির্বাচক। হাবিবুল মনে করেন এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়াটা সব সময় সম্মানের, ‘তারা আগেও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। গত বছর লন্ডনে চ্যাম্পিয়নস ট্রফির সময় যেমন ওরা ১০ সাবেক অধিনায়ককে এক বিন্দুতে মিলিয়েছিল। কিংবদন্তিতুল্য সব খেলোয়াড়ের এক হওয়া বা এক মঞ্চে দাঁড়ানো ভীষণ সম্মানের। আশা করি এবারও অনুষ্ঠানটা উপভোগ করব।’
অনুষ্ঠানটা সাধারণ সমর্থকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে কিংবদন্তিদের কথা সরাসরি শুনতে একটু পয়সা খরচ করতে হবে। প্রবেশমূল্য প্রায় ১০০ ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com