শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জৈন্তাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র শুভ উদ্বোধন

জৈন্তাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র শুভ উদ্বোধন

নাজমুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::- সিলেটের জৈন্তাপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন।  ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঐতিহাসিক জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ২৩২-সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মঞ্জুর এলাহী সম্রাট, শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেক্লাবের সভাপতি উপদক্ষ্য শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারন সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমিন আহমদ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন৷

প্রধান অতিথি ইমরান আহমদ এমপি বলেন- জৈন্তাপুর উপজেলা অতীতে প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে কয়েকবার উপজেলা জেলা বিভাগ অতিক্রম করে শিরোপা জয় করে বাংলাদেশের কাছে ফুটবল খেলায় আমাদের জৈন্তাপুর উপজেলার গৌরব এবং ইতিহাস তৈরী করেছে। তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্টের অয়োজন শুরু হলেই জৈন্তাপুর উপজেলার নাম সবার উপরে চলে আসে। এছাড়া বঙ্গমাতা গোল্ড কাপ বিজয়ী টিমের অনেকেই সুনামের সাথে জাতীয় পর্যায়ে খেলছে। তাই আজকের টুর্নামেন্টে সহ প্রতিটি টুনামেন্ট হতে অনেক খেলায়াড় সিলেক্টশন হবেন। পরবর্তীতে সিলেক্টশন কৃত খেলোয়াড়গন বিকেএসপির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষনে যারা ভাল করবে সে সকল খেলোয়াড়রা জাতীয় টিমে খেলার সুযোগ পাবে। এছাড়া আমি আশাবাদ ব্যক্ত করছি অর্নুধ্ব-১৭ খেলায় হতে একটি টিম বের হয়ে জাতীয় পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com