শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাংলাদেশ হেরেছে ‘প্যানিক’ করে!

বাংলাদেশ হেরেছে ‘প্যানিক’ করে!

স্পোর্টস ডেস্ক::
জয়ের জন্য দরকার ১৩ বলে ১৪ রান। টেস্টেও যেখানে এমন সমীকরণ মেলানো কঠিন নয়, সেখানে ওয়ানডেতে পারল না বাংলাদেশ। গায়ানায় ম্যাচটা কেন হারল দল, সেটিরই ব্যাখ্যা দিলেন মাশরাফি বিন মুর্তজা
মুশফিকুর রহিম আউট হতেই প্রভিডেন্স স্টেডিয়ামের পার্টি স্ট্যান্ডে ক্যারিবীয় দর্শকদের উল্লাস! মুশফিক যখন আউট হলেন, তখনো ম্যাচ ফসকে যায়নি বাংলাদেশের হাত থেকে। ৫ বলে দরকার ৮ রান। তবে শেষ পর্যন্ত উইন্ডিজ দর্শকদের আনন্দ ফিকে হয়ে যায়নি। তারা জয় দেখেই বাড়ি ফিরেছে।

১৩ বলে দরকার ১৪ রান, মুশফিক-সাব্বির উইকেটে। তরীটা যখন তিরে ভেড়ার অপেক্ষায়, তখনই ডুবে গেল। কে ডুবিয়ে দিলেন, সেটির উত্তর বের করা কঠিন। সামান্য ব্যবধানে হেরে যাওয়া ম্যাচের ময়নাতদন্তে অনেক সময় ছোট ছোট বিষয়ও বড় হয়ে ওঠে। মাশরাফি বিন মুর্তজা অবশ্য এগুলোর কোনোটিকেই বড় করে দেখছেন না। হারের পেছনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সবচেয়ে বড় যে কারণ খুঁজে পেয়েছেন সেটি চমকপ্রদই, ‘আমরা পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। প্যানিক হওয়ার কারণে এটা হয়েছে। বারবার ভুলটা হচ্ছে, এটা থেকে শিখতে পারছি না। এই আতঙ্ক থেকে মাথায় হয়তো কাজ করেছে বড় শট খেলে ম্যাচ শেষ করতে হবে। ওই প্যানিকে উইকেট পড়ছে, ডট বল হচ্ছে। নতুন ব্যাটসম্যান যে আসছে সেও ডট বল দিচ্ছে। যে জিনিসটা আমরা সহজে করতে পারতাম সেটি হচ্ছে, এক-দুই নিয়ে খেলা শেষ করা। আমরা সেটিও পারিনি।’

সাকিব-তামিমের দারুণ এক জুটির পর মাহমুদউল্লাহ-মুশফিক যখন ম্যাচ অনেকটা গুছিয়ে এনেছেন, তখনই ঘটল দুর্ঘটনা। ৪৬তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার মাহমুদউল্লাহ (৩৯)। ৪৯.১ ওভার পর্যন্ত টিকে থাকা মুশফিক ৬৭ বলে ৬৮ রান করেও পারেননি দলকে জেতাতে। হয়নি সিরিজ জয়ও। মাশরাফি দলের কাউকেই কাঠগড়ায় তুলছেন না। তবে কিছুতেই মানতে পারছেন, তাঁর সতীর্থেরা কেন ১৩ বলে ১৪ রান করতে পারবে না, ‘ম্যাচটা হারার কথা নয়। গত কিছুদিনে এ ঘটনা বারবার ঘটছে। এটা অবশ্যই হতাশার। আমরা ভুল থেকে শিখছি না। সহজভাবে খেলাটা শেষ করা উচিত ছিল। যেটা আমরা পারিনি।’ কেন পারেননি, সেটির ব্যাখ্যাও অজানা অধিনায়কের কাছে, ‘এটা বোঝানো কঠিন। যদি এমন হতো ১২ বলে ২০ রান দরকার, সেটিও মেনে নেওয়া যেত। ১৩ বলে ১৪, কী কারণে আপনি হারলেন বলা কঠিন। সত্যি বলতে কি, একই ভুল বারবার করছি। এই পরিস্থিতিতে স্নায়ু আরও স্বাভাবিক রাখা যেত। এক-এক করে নিলেই খেলাটা শেষ হয়ে যেতে পারত।’

প্রায় বাংলাদেশের মতো কন্ডিশন পেয়েও গায়ানায় পারেননি, সেন্ট কিটসে ফাইনালে রূপ নেওয়া ম্যাচটায় পারবেন মাশরাফিরা?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com