মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

Hate you -কাছে আসার গল্প

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২৪ বার

দুলু আর বুলু ভার্সিটির সুদীর্ঘ পথ ধরে হাঁটছে। দুলু সারাক্ষণ বকবক করে। অন্যের কথা ভাবে। সেদিন বন্ধুর স্টাডিট্যুর নিয়ে মিসবিহ্যাবটা তাকে ব্যতীত করে তোলে।
দুলু : একই পাড়ায় থাকো, একই ভার্সিটিতে পড় , অথচ রিমা তোমাকে অপছন্দ করে, তোমাকে নিয়ে বাজে কথা বলে – এই ব্যাপারগুলো খুবই সেনসিটিভ …….।
বুলু : হু-উ-ম।
দুলু : না চাইলেও কথাগুলো গায়ে লাগে, যেন হৃদয় বিদারক!
বুলু : তাতে কি ?
দুলু : “HATE” নামের অনুভূতিটা খুব কঠিন একটা অনুভূতি। তাই না ?
বুলু : আহ!
দুলু : তোমার দিকে যখন সে এই অনুভূতিটা ছুড়ে দিবে, তখন তোমার সেটা গায়ে লাগবে … তোমার রাগ উঠবে, প্রতিটা কথার জবাব দিতে ইচ্ছা হবে।
বুলু : হ্যাঁ। কিন্তু বন্ধু – রেগে গেলেন তো হেরে গেলেন।
দুলু : রাগটুকু সামলানোটাই আসল কাজ।
বুলু : রাস্তায় হাঁটার সময় কে কি বললো, তার দিকে মনোযোগ দিলে কখনোই সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না।
দুলু : তোমার জীবনে খুব অল্প যে কয়জন কাছের বন্ধু আছে, তাদের কথা শুনলেই চলবে। বাকি সব বাদ দাও।
পৃথিবীর সাড়ে সাত বিলিয়ন মানুষকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। তুমি জানো, তুমি কেমন মানুষ….তোমার কাছের মানুষগুলোও জানে, তুমি কেমন …?
বুলু : দ্যাটস এনাফ বন্ধু; একই কথা না বার বার বলো।
দুলু : বাকি মানুষের LOVE কিংবা HATE কোনটাই গায়ে না লাগালেও চলবে। তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে HATE করে, এতে কোন সমস্যা নাই …
বুলু : কখনো কখনো তোমার নিজের গল্পের “নায়ক” হওয়ার জন্যই তোমাকে অন্যদের গল্পের “ভিলেন” হতে হয়।
দুলু : তা ঠিক। … Stay Cool … ভিলেনদের একটু COOL হতেই হয়।
দুই বন্ধু কথা বলতে বলতে গোলচত্ত্বরে পৌঁছে গেল। হঠাৎ রিমা আর রিতা তাদের দেখে এগিয়ে এলো।
রিমা : সেদিনের মিসআন্ডারস্টিন্ডং এর জন্য সরি বুলু । আসলে আমি তোমাদের বন্ধু ছিলাম আর বন্ধু হিসেবেই থাকতে চাই। প্লিজ ফোরগিভ মি।
বুলু : অহংকার ভয়ানক জিনিস। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ সেজন্য স্রস্টা কে অসংখ্য ধন্যবাদ। জ্ঞানের আলোয় তোমার সকল আধাঁর দূরীভূত হোক, পরনিন্দা আর পরশ্রীকাতরতা বিলোপ হোক তাই একমাত্র কাম্য।।
বন্ধু একটা পিক দিও
————————
লেখক: তপন মজুমদার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ