এম এ মোতালিব ভুঁইয়া ::
দোয়ারাবাজারে আগামীকাল সোমবার থেকে প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল শুরু হবে। উপজেলা ব্যাপী ২৮ টি কেন্দ্রে ৫১২৭ জন শিক্ষার্থী চুড়ান্ড মডেল টেষ্টে অংশগ্রহন করবে। পিএসসি চুড়ান্ত পরীক্ষার আদলে অনুষ্ঠিত চুড়ান্ত মডেল টেষ্টে উপজেলার সকল সরকারী বেসরকারী, কিন্ডার গার্ডেন ও আনন্দ স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে। লাস্তবেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, চুড়ান্ত মডেল টেষ্ট পিএসসি পরীক্ষার আদলে অনুষ্ঠিত হবে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার অংশগ্রহনের আগে শিক্ষার্থীদের একটি বাস্তব ধারনা প্রদান করে এই চুড়ান্ত মডেল পরীক্ষা।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস জানান, চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিস পূর্ণ প্রস্তুতি গ্রহন করেছে। একই প্রশ্নে ৬ দিন ব্যাপী ২৮টি কেন্দ্রে চুড়ান্ত মডেল পরীক্ষা অনুষ্ঠিত হবে।