স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম থেকে দুই চোখ অন্ধ ব্যক্তি ভিক্ষাবৃত্তি না করে গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তাঁর গান শুনে মানুষ মুগ্ধ হয়ে থাকে টাকা দিয়ে থাকেন। এভাবে তিনি তাঁর সংসারের ভরন-পোষণ করেন। তাঁর নাম রানু দাস। তিনি নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত অবনী দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে স্থানীয় গোপরাপুর বাজারে কথা হয় সবার প্রিয় অন্ধ বাউল শিল্পী রানু দাসের সাথে। এ সময় রানু দাস বলেন, ভিক্ষা করতে চাই না। নিজে উপার্জন করে সম্মানের সাথে বাঁচতে চাই। যে কারণে গান গেয়ে মানুষের মন জয় করে থাকি। এতে মানুষ খুশি হয়ে যা দেন তা দিয়ে কোন রকমে আমার সংসার চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার সরকারের পক্ষ থেকে আমাকে একটি ঘর দেয়া হয়েছে। তবে কোন প্রতিবন্ধি ভাতা পাই না। তাই প্রতিবন্ধি ভাতা পাওয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।