স্পোর্টস ডেস্ক::
এমনিতেই ভিসা পেতে অনেক দেরি। তিনদিনের অপেক্ষার পর আজ সন্ধ্যায় অবশেষে ভিসা পেলেন তামিম ইকবাল। তবে ভিসায় তার নামের বানান একটু ভুল ছিল। সেই সমস্যা কেটেছে। আজ মধ্যরাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন দেশসেরা ওপেনার।
মঙ্গলবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে তামিম বলেন, ‘আমাদের সময় সন্ধ্যে সাতটা নাগাদ ভিসা হাতে পেয়েছি। বোর্ড থেকে আগেই সম্ভাব্য ফ্লাইট ঠিক করা ছিল। ফ্লাইটের সময় মঙ্গলবার দিবাগত রাত একটায়। আমি আশা করছি, ওই ফ্লাইটেই দুবাই চলে যেতে পারব। ভিসায় আমার নামের বানানে একটু ভুল আছে, আশা করছি এটা ঠিক হয়ে যাবে। আমি ফ্লাই করতে পারব।’
নামের বানানের সমস্যা পরে কেটেছে। ফ্লাইটের নতুন সময় নির্ধারিত হয়েছে আজ রাত ১টা ৪০ মিনিট। এমিরেটসের ইকে-৫৮৫’ ফ্লাইটে করে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তামিম।
প্রসঙ্গত, বাংলাদেশ দলের পুরো বহর নির্ধারিত সময়ে চলে গেলেও তামিম ইকবাল আর রুবেল হোসেন ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি। কাল সন্ধ্যায় ভিসা পাওয়া রুবেল আজ সকালের ফ্লাইটে দুবাই চলে গেছেন। বাকি ছিলেন তামিম, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, আজও তার ভিসা হয়নি। ম্যানেজার সুজনও ভিসা পাননি।
এদিকে, তামিমের ডান হাতের আঙুলের অবস্থা কেমন, তা জানতেও রাজ্যের কৌতুহল ভক্ত-সমর্থকদের। তাদের জন্য খবর, কয়েকদিন পর আজ শেরে বাংলায় ব্যাটিং প্র্যাকটিস করেছেন। তামিম বলেছেন, ‘অনেকদিন পর ব্যাটিং প্র্যাকটিস করেছি বলেই কি না জানি না, ব্যাটিংয়ের সময় ও পরে আঙুলে ব্যথা পাচ্ছিলাম। আঙুল কিছুটা ফুলেও গেছে।’
এরকম অবস্থায় এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে পারবেন কি? তামিমের জবাব, ‘আমি দুবাই গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অন্তত দুটি প্র্যাকটিস সেশন পাব। তখনই বোঝা যাবে। তবে আমি আশা করছি, দুই একদিনের মধ্যেই ব্যথা কমে যাবে।’