শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

দোয়ারার বাশতলা শহীদ স্মৃতিসৌধে জব্দ করা পাথর নিলামে বিক্রি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৩৮৯ বার

দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারের বাঁশতলা শহীদ স্মৃতিসৌধে জব্দ করা পাথর নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুছ ছাত্তার তালুকদারের পুত্র আনোয়ার তালুকদার নির্বাচিত হন।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালতের নির্দেশে অবৈধভাবে উত্তোলন কৃত ১৫ হাজার ঘন ফুট পাথর ১২লক্ষ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ এলাকায় পাথর উত্তোলন নিষিদ্ধ থাকার পরেও অবৈধ পন্থায় পাথর উত্তোলন করে এলাকার কিছু পাথরখেকো। গোপন সংবাদের ভিত্তিতে সেই পাথর জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেনু মিয়া, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার , এস আই আমিরুল ইসলাম, রোটারিয়ান নুরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.আবুল মিয়া, বাংলাবাজার ইউপির সাবেক সদস্য হাসিব উদ্দিন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন, মো.আব্দুল হাই, উস্তার আলী, জুয়েল মিয়া, সফর আলী, ফয়জুল ইসলাম, রাসিদ মিয়া, খুরশেদ আলম, হাছন আলী, বশির উদ্দিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ