শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

নির্বাচনে অংশগ্রহণকারী দলের অভাব হবে না

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ১৮৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোনো অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোনো কমতি হবে না।
তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।
এ সময় বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশাবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ