২২ মে (বুধবার) বিকেলে শান্তিগঞ্জস্থ ইমরান এন্ড অটো রাইসমিলের প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপেজলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এবং অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি ইউনিয়নে ১০০ টি করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পের অর্থায়নে প্রদর্শনী পুষ্টি বাগানের জন্য ১৪২ টি পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়
উপকরণ বিতরণের মধ্যে ছিল ১টি সাইনবোর্ড, এক বস্তা জৈব সার, তিন মৌসুমের জন্য ২১ আইটেমের বীজ, বীজ সংরক্ষণ এর জন্য ৩ টি প্লাস্টিকের বয়াম, উন্নত জাতের আম, লেবু, পেয়ারা, পেপে ও মালটার চারা বিতরণ করা হয় এবং পরবর্তীতে প্রকল্প থেকে প্রাপ্তি সাপেক্ষে একটি করে গার্ডেন নেট ও ঝাঝড়ি বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ,
বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিসিআইসি সার ডিলার মুজিবুর রহমান ও কৃষকবৃন্দ প্রমূখ।