স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এ ধান-চাল ক্রয় শুরু হয়।
ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রব, খাদ্য গোদামের ওসিলিটি শাহিনুর রেজা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, মিল মালিক জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াহিদ ও জসিম উদ্দিন প্রমুখ৷
উল্লেখ্য, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৯ শত ৪৮ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ২ শত ৪৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা দরে ১ হাজার ৯ শত ৪৮ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।