শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

আমাদের মূল পুঁজি হলো কৃষি : এম মান্নান এমপি 

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার
স্টাফ রিপোর্টারঃ সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন,  সরকারের প্রধান দৃষ্টি কৃষির দিকে। কারণ কৃষি বিভাগ অত্যন্ত জরুরি। আমাদের পুঁজি হলো কৃষি। আমরা যতই কাপড় রপ্তানি করি, বিদেশে গিয়ে টাকা কামাই। নানা ধরনের ব্যবসা বানিজ্য করে আমদের আয় বাড়ছে৷ কিন্তু আমাদের মূল পুঁজি হলো কৃষি। অবিশ্বাস্য ব্যাপার দুনিয়ার কাছে বাংলাদেশ এখন নিজেই নিজের খাবার উৎপাদন করতে পারে৷ বাঙালিরা আমরা পরিশ্রম করে আমাদের বৈজ্ঞানিকদের কাজের ফলে নানা প্রদক্ষেপ প্রয়োগ করে প্রচুর পরিমান ধান উৎপাদন করি। যা একসময় অচিন্তনীয় ব্যাপার ছিল।
বুধবার(১৭ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার মতো জনদরদী আর কেউ নেই। তিনি গ্রামের মানুষকে যেভাবে মূল্যায়ন করেন আর কেউ এভাবে করতে পারেনি৷ তিনি চান গ্রামের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক৷ গ্রামকে শহরে রূপান্তর করতে কাজ করছি আমরা৷ তার নেতৃত্বে আমরা সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে।আরও হবে, মানুষের কল্যাণে যা করা দরকার আমরা সব করবো৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানসহ প্রমুখ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ