স্টাফ রিপোর্টারঃ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পন,দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ জাতির নিকট তুলে ধরেন। আজকে দেশ উন্নয়নে পেছনে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রয়েছে।
মঙ্গলবার(৯ এপ্রিল) শান্তিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, আমি দেখেছি শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন৷ আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে এখানে একঝাঁক শিক্ষিত তরুণরা আছেন। আমাদের ছোট সমাজ আরও বড় হবে আধুনিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল হবে, যেখানে মূর্খতার স্থান হবে না অজ্ঞতার স্থান হবে না। অসত্য অন্যায় ধীরে ধীরে লোপ পাবে। যাদের নিয়ে আমরা সত্য সুন্দর উপজেলা বিনির্মানে কাজ করবো। সবাইকে নিয়েই আমরা শান্তিগঞ্জকে সাজাতে চাই।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো.নুরুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সমিরণ দাস সুবির, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনূর সুলতান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী ও বায়েজিদ অপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।