স্টাফ রিপোর্টার::
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১০ মার্চ) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফসার সুকান্ত সাহা৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিশির, মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম, সমবায় অফিসের নুর হোসেন, পিআইও অফিসের ফারুক মিয়া, হরিপদ রায়, পুলক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে৷ এরআগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।