শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

এশিয়ান কাপ জিতে ২১ ধাপ এগুলো কাতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০ বার

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপের শিরোপা ধরে রাখা কাতার বড় লাফ দিয়েছে ফিফা র্যাংকিংয়ে। বৃহস্পতিবার ঘোষিত র্যাংকিংয়ে কাতার ২১ ধাপ এগিয়ে ৫৮ থেকে উঠে এসেছে ৩৭ নম্বরে। ঘরের মাঠে ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারানো কাতারের পয়েন্ট বেড়েছে ৯২.০৪।

কাতার এখন এশিয়ার দেশগুলোর মধ্যে উঠে এসেছে ৫ নম্বরে। তাদের ওপরে আছে অস্ট্রেলিয়া (২৩), দক্ষিণ কোরিয়া (২২), ইরান (২০) ও জাপান (১৮)।

সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি শীর্ষ দশে। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পোন, ইতালি ও ক্রোয়েশিয়া তাদের অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। আছে আগের মতো ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের বড় পতন হয়েছে র্যাংকিংয়ে। ১০২ থেকে ১৫ ধাপ নেমে দেশটি এখন ১১৭ নম্বরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ