স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে উপজেলা প্রশাসনের জোর তদারকি অব্যাহত রয়েছে৷ যে সকল বাঁধে অনিয়ম হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বাঁধের কাজে গাফিলতির জন্য দুইজনকে আটক করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পাউবো কমিটির নেতৃবৃন্দ।
শনিবার(১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার দেখার হাওরের সকল বাঁধ পরিদর্শন করেন উপজেলা পাউবো কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইয়াছিন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পাউবো কমিটির সদস্য জিএম সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো.নুরুল হক, আবু সঈদ ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ।