শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে জোরপূর্বক ডোবা সেচ করে মাছ লুট ও  ঘরবাড়িতে হামলার অভিযোগ 

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাপের কোনা এলাকার ফুকলইদা হাওরের জোরপূর্বক  ক্রয়সূত্রে ৭৭ বছরের মালিকানাধীন ডোবা সেচ করে মাছ লুটের অভিযোগ উঠেছে৷
গত রবিবার শান্তিগঞ্জ থানায় সাপেরকোনা গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র তফজ্জুল আলী(৬২) গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন সাপেরকোনা গ্রামের মৃত আলখাছ উল্লার ছেলে আব্দুর রহিম৷
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা অত্যান্ত উগ্র দাঙ্গাবাজ ও পরধনলোভী। বাদীর ক্রয়সূত্রে ৭৭ বছর ধরে মালিকানাধীন ডোবাটি
দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা করছে তারা। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১ টায় বেআইনিভাবে দেশীয় অস্ত্রসহ নিয়ে ডোবায় মাছ মারার জন্য আসে বিবাদীরা৷ তখন ডোবার পাহারাদার বাঁধা দিলে তাকে হাত পা বেঁধে ডোবায় পানির পাম্প লাগিয়ে সেচ করে ডোবার মাছ লুট করে নিয়ে যায়৷ যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা৷ এরপর তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহারাদারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এবং এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ল্যান্ডসার্ভে ট্রাইবুনালে মোকদ্দমা চলমান রয়েছে৷ এমতাবস্থায় উক্ত জায়গায় বিবাদীগণ কর্তৃক যাবতীয় কার্যাদি বন্ধ রেখে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেন আব্দুর রহিম।
এদিকে থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পরপরই ঘরবাড়িতে হামলা করে দরজা জানালা ভেঙ্গে ফেলে অভিযুক্তরা৷
এ ব্যাপারে অভিযোগকারী আব্দুর রহিম বলেন, বিবাদীরা জোরপূর্বক আমার ডোবা সেচ করে মাছ মেরেছে। তারা প্রভাবশালী হওয়ায় আমি থানায় অভিযোগ দেয়ার পরও আমার ঘরবাড়িতে হামলা হয়েছে। আমি হামলা কারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানাই৷
মুঠোফোনে কথা হলে অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, এটা আমাদের যৌথ সম্পত্তি, তিনি তার নামে দলিল করেছেন। আমরা বাড়িঘরে কোন হামলা করিনি৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ