বুধবার(৭ ফেব্রুয়ারী) সকালে শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে নাম লীলা সংকীর্ত্তন মহাৎসব শুরু হয়েছে। আজ থেকে তিনদিন ধরে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের নামে এ নাম লীলা সংকীর্ত্তন মহাৎসব চলবে।
এতে যেসব কীর্তনীয়া শ্রীনাম সংকীর্ত্তন পরিবেশন করবেন তারা হলেন, শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় পাগলা, রাধামদন মোহন সম্প্রদায় বালাগঞ্জ, শ্রীশ্রী গোপাল সম্প্রদায় বালাগঞ্জ, রাধাসুর্দশন যুব সংঘ বালাগঞ্জ।
শুক্রবার এ উৎসব শেষ হবে। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বী একঝাঁক তরুণদের সমন্বয়ে গড়ে উঠা তেঘরিয়া যুব সংঘের উদ্যাগে গত ৬ বছর ধরে তেঘরিয়া গ্রামে অষ্ট প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের নাম ও লীলা সংকীর্ত্তন চলে আসছে। উৎসবে সংগঠনের পক্ষ থেকে তেঘরিয়া যুব সংগঠনের অন্যতম সদস্য নবেল দাস বলেন আমাদের সকল প্রস্তুতি শেষ করে মুল অনুষ্ঠানটি শুরু করতে পেরে সবাই খুব আনন্দিত পাশাপাশি ইহা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই।