স্টাফ রিপোর্টার::
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, ডা. ফজল ই রাব্বি তৌসিফ, সানজিদা শিকদার, আফরিন আখতার, সুষ্মিতা রায়, নার্সিং ইনচার্জ সুজন দেবনাথ, এমটিইপিআই জ্যোর্তিময় ভট্টাচার্য, পরিসংখ্যানবিদ সুশান্ত কর্মকার ও হেলথ ইন্সপেক্টর মল্লিকা রানি সহ প্রমূখ।
মানবন্ধনে বক্তারা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবি এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।