মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

আমি এমপি হলে, আমার ভাই চেয়ারম্যান হবে না : সেলিম আহমদ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৭১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ আমি এমপি পদে নির্বাচিত হলে আমার ভাই বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে থাকবেন না, পদত্যাগ করবেন। ভবিষ্যতেও আমার পরিবার থেকে স্থানীয় নির্বাচনে কেউ আসবে না। আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের কথা সংসদে বলতে চাই। তাহিরপুর উপজেলায় এ সুযোগ দীর্ঘদিন পর এসেছে, আর কোনদিন আসবে কি জানি না। আগামী ৭ তারিখ আপনাদের স্নেহ ভালবাসা এবং ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

বৃহস্পতিবার বিকালে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় এসব কথা বলেন সুনামগঞ্জ—১ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ।

তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো নির্বাচনী এলাকায় বাস্তবায়ন করতে চাই। এই আসনে আমাকে সহ তিনজন সংসদ সদস্য পদ প্রার্থী। কে কেমন আপনারা ভালো করেই জানেন। আপনাদের চিন্তা চেতনা চুলচেরা বিশ্লেষণ করে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনাদের কাছে আমাকে যোগ্য মনে হয় তাহলে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বক্তব্য দিতে আসিনি। আমি এমপি নির্বাচিত হলে রাস্তাঘাট, শিক্ষা, নদীর তীর রক্ষা সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবো।

বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ