স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে যারা তাদের জীবন নিয়ে দিয়ে এদেশ স্বাধীন করে গেছেন সেই বীর শহীদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের রেখে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের আসল পরিচয় তুলে ধরতে চাই৷ আমরা বাঙালি পরিচয়ে মাথা উঁচু করে বাচঁবো। আমরা স্বাধীন।
শনিবার(১৬ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ৷ প্রতিবেশী অনেক দেশের তুলনায় অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ যখন এগিয়ে আছে, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালি যে রকম বিজয় ছিনিয়ে এনেছিল, একইভাবে সকল অপশক্তির বিরুদ্ধে বাঙালি জয় লাভ করবে।
মন্ত্রী আরও বলেন, এ দেশ সবার জন্য সমান। সবার মর্যাদা সমান৷ আমরা চাই সবাই সমান সুযোগ পাক। এটা মুখের কথা নয় এই কথার বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। গ্রামকে শহরে রূপান্তরের কাজ করছি আমরা৷ শেখ হাসিনা চান গ্রামের মানুষ এগিয়ে যাক। এজন্য আমরা তার নেতৃত্বে দেশের প্রতিটি ঘরেঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। গ্রামে গ্রামে রাস্তাঘাট, স্কুল-কলেজ স্থাপণ করা হয়েছে। আমাদেরকে দায়িত্ববান হতে হবে৷ আমাদের মনে রাখতে হবে উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র নেতা শেখ হাসিনা৷ আমাদের প্রয়োজনে তাকে টিকিয়ে রাখতে হবে
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ-সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক ও পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, মহিলা সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ি থেকে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে স্লোগানে স্লোগানে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷