রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনের বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহমুদুর রহমান মামুনের নিকট মনোনয়নপত্র জমা দেন তারা।

 

 

ইউএনও মাহমুদুর রহমান মামুন জানিয়েছেন, চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের দুইটি মনোনয়নপত্র জমা হয়েছে। বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা ছাড়াও গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী সামছুল হক চৌধুরী, মিজানুর রহমান, হৃতেশ রঞ্জন দেব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, দিরাই শাল্লা আসনের নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ মনোনয়ন ফরম দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন।

এসময় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহেল আহমদ, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল দাস, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়সহ তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন জমাদান উপলক্ষে বেলা ২টায় দিরাই পৌর শহরে নৌকা প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বেলা ১২ টায় বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তার সমর্থনে তার অনুসারীরা দিরাই পৌর শহরে বিশাল মিছিল করেছেন। এরপর জয়া সেনগুপ্তা দিরাই উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায় জয়া সেনগুপ্তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র জমা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ