স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।
বিমানবন্দরে নিউজিল্যান্ড দলকে ফুল দিয়ে বরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।
বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল চলে যায় হোটেলে। গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আজ বিশ্রাম করবে দলটি।
এর পরের দুই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অুনশিলন করেব নিউজিল্যান্ড। একদিন বিশ্রাম নিয়ে এর পরের দুই দিন আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।
আর বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে বৃহস্পতিবার থেকে। স্বাগতিকরাও বুধবার রাতে সিলেট আসে।
এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।