স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ দেশ যখন উন্নয়ন অগ্রগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন একটি গোষ্ঠী আছে যারা উন্নয়ন চায় না। তারা ভাংচুর, জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করতে চায়। আমরা চাই উন্নয়ন তারা চায় ক্ষতি। যারা এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আমাদের দরকার আরও কাজ, আরও শিক্ষা, আরও ডাক্তার, আরও ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট। এখন হাঙ্গামার সময় না এখন উন্নয়নের সময়। নির্বাচনে না এসে অন্যদের ধর্না দিয়ে ক্ষমতায় আসা যাবে না৷ ক্ষমতায় বসানোর মালিক এই দেশের জনগণ৷
শনিবার(১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কালনী নদীতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাথারিয়া সেতুর শুভ উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর পুত্র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আলম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।