শান্তিগঞ্জ প্রতিনিধি:: নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করেছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ অক্টোবর) সকাল দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মো: হাসনাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আসাদুর রহমান আসাদ, মো: তেরাব আলী, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালন মিয়া, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জুবেল আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, পূর্ব বীরগাঁও প্যানেল চেয়ারম্যান হিমেল খান রুকনসহ উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকেলে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে বিকেলে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।