রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৪ বার

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন৷

নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের শায়খুল ইসলাম সজীবের মেয়ে মেয়ে তাওহিয়া বেগম(১২) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের নুরজালালের পুত্র এমরান মিয়া(৪০)।

গুরুতর আহতরা হলেন, দিরাই উপজেলার শরিফপুর গ্রামের হিরন মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), একই গ্রামের মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম(১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী(৬০) ও মৃত কটাই মিয়ার পুত্র মক্তছর আলী(৬০)। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ৪ জন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়৷

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি৷ সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ