স্টাফ রিপোর্টার::
বোরো ফসলের নির্বিঘ্ন আবাদ, অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনয়ন এবং তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ডে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার,কৃষক-কৃষাণী এবং উপজেলা কৃষি অফিস এর কর্মকর্তা বৃন্দদের উপস্থিতিতে মতবিনিময় সভা চলমান আছে।
এরই ধারাবাহিকতায় সোমবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে মতবিনিময় ও পরামর্শ প্রদান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব খন্দকার সোহায়েল আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জগলুল হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব অলক চন্দ্র দাশ ও মোঃ উমায়েদ নুর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পরামর্শকালে ব্রিধান ২৮এবং২৯ এর পরিবর্তে ব্রিধান ৮৮,৯৬ ও ৮৯,৯২,এবং বঙ্গবন্ধু ১০০ ইত্যাদি জাতের আবাদ, তেল ফসল হিসেবে সরিষা আবাদ বৃদ্ধি এবং অনাবাদি পতিত জমিকে চাষের আওতায় আনয়ন এর জন্য পরামর্শ প্রদান করা হয়।