সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

ছাতকে মামার হাতে ভাগিনা খুন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে মামার হাতে ভাগনা হত্যাকান্ডের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে। নিহত সাদির আহমদ (৩০) বানায়ত গ্রামের মো. মনর আলী ছেলে।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে একটি শালিশ বৈঠকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

 

 

ঘটনার পর হত্যাকারী সাদির আহমদের আপন মামা একই ইউনিয়নের মৃত আবাছ আলীর ছেলে মনছব আলীসহ অন্যানরা এ ঘটনার পর পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ সেপ্টেম্বর) রাত ২টায়র দিকে একটি শালিশ বৈঠক হয়। হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে। বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যান আসামীরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানীতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ