স্পোর্টস ডেস্কঃ পুঁজিটা বড় ছিল না, মাত্র ২০১ রানের। কিন্তু এই পুঁজি নিয়েই ১৪২ রানের বড় জয় তুলে নিলো পাকিস্তান। হারিস রউফের আগুনে বোলিংয়ে ১৯.২ ওভারে ৫৯ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তানের ইনিংস।
হাম্বানটোটায় বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৪ আগস্ট।
পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ আর সাত নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। আফগান ব্যাটারদের মধ্যে এই দুজনই কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। চারজন আউট হয়েছেন শূন্য রানে।
বল হাতে বিধ্বংসী হারিস রউফ ১৮ রানেই নিয়েছেন ৫টি উইকেট। ৯ রানে ২ উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদির।
এর আগে মুজিব উর রহমান, রশিদ খানদের তোপের মুখে পড়ে পাকিস্তানও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। ৪৭.১ ওভারে ২০১ রানেই গুটিয়ে গিয়েছিল বাবর আজমের দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। ৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন ফাখর জামান (২) আর বাবর আজম (০)। ওপেনার ইমাম উল হক একটা প্রান্ত ধরে রাখলেও, অপরপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থামেনি।
১১২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে মোহাম্মদ রিজওয়ান ২১ আর ইফতিখার আহমেদ করেন ৩০ রান। এরপর ইমাম উল হকও ৬১ করে ফিরলে লড়াকু পুঁজি পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।
তারপরও যে পাকিস্তান ২০০ পার করেছে, তার পেছনে বড় অবদান শাদাব খানের। ৩৯ করে রানআউট হন এই অলরাউন্ডার।
আফগানিস্তানের মুজিব ৩৩ রানে ৩টি, মোহাম্মদ নবি আর রশিদ খান নেন দুটি করে উইকেট।